WB Govt. Hostel Group D Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! এবার সরকার অনুমোদিত বিদ্যালয়ের হোস্টেলে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অন্তত অষ্টম শ্রেণি পাশ করেছেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
WB Govt. Hostel Group D Recruitment 2025: নিয়োগকারী প্রতিষ্ঠান
একলব্য মডেল প্রেসিডেন্সিয়াল স্কুল (বয়েজ হোস্টেল)
পদের নাম
- হেল্পার (গ্রুপ-ডি)
- রাঁধুনি
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে (গণনার তারিখ: ০১/০১/২০২৫)। তপশিলি জাতি (SC), আদিবাসী (ST), ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।
যোগ্যতা
অবশ্যই কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। শুধু পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। বিশেষভাবে কাঁসকা ব্লকের স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের জন্য সরকার নির্ধারিত বেতন প্রদান করা হবে। বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
নিয়োগ প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা: ২৬ এপ্রিল ২০২৫, সকাল ১১টা
- স্থান: কাঁসকা ব্লকের BDO অফিস
- মৌখিক পরীক্ষা (ইন্টারভিউ): ২৭ এপ্রিল ২০২৫, সকাল ১১টা
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগপত্র দেওয়া হবে।
আবশ্যক নথিপত্র
- অষ্টম শ্রেণির পাশ সার্টিফিকেট
- ঠিকানার প্রমাণ (যেমন ভোটার কার্ড)
- আধার কার্ড
- জন্মতারিখের প্রমাণ (যেমন জন্ম সনদ/মাধ্যমিক সার্টিফিকেট)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- যে কোনো প্রযোজ্য অতিরিক্ত নথি
আবেদন করার নিয়ম
প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত (সেল্ফ অ্যাটেস্টেড) জেরক্স কপি সংযুক্ত করে কাঁসকা BDO অফিসে সরাসরি জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০২৫
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন করবেন
- আবেদনপত্রে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে
- সকল প্রয়োজনীয় নথিপত্র আবেদন করার সময় সঙ্গে রাখবেন
- শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারাই এই পদে আবেদন করতে পারবেন
উপসংহার
সরকারি হোস্টেলে গ্রুপ-ডি পদে চাকরি করার এ সুযোগ বারবার আসে না। যারা অষ্টম শ্রেণি পাশ করেছেন এবং সরকারি চাকরি করতে চান, তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা দ্রুত আবেদন করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করুন।